ইজিবাইক চার্জ দিতে গিয়ে আগুনে পুড়লো ৫ বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৪১ এএম, ৩১ মার্চ ২০২২
ফাইল ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইজিবাইক চার্জ দিতে গিয়ে লাগা আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে আজমিরীগঞ্জ শহরের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষ্ণনগরের ছালেক মিয়ার বসতভিটায় ব্যাটারি চালিত চারটি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। হঠাৎ সার্কিটে আগুন ধরে যায় এবং দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের হিমশিম খেতে হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। আগুনে আবু সালেক, আবু কালাম, ফারুক মিয়া ও তাদের ভাতিজা রেজাউল করিমের বসতঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সাহায্য করেন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।