ভারতে বিলুপ্ত ছিটমহলবাসীর মৃত্যু, বাংলাদেশে হস্তান্তর


প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১১২নং বাঁশকাটা বিলুপ্ত ছিটমহল থেকে ভারতের নাগরিত্ব নিয়ে যাওয়া জুলফিকার আলী ভুট্টু (৪৩) মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মেখলিগঞ্জ মহুকমার এডিএম রঞ্জন কুমার ও চাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমের নিকট মরদেহ হস্তান্তর করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর এক স্ত্রী এক পুত্র, দুই কন্যা ও পরিবার-পরিজন রেখে ভারতে চলে যায় সে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১২ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার স্ত্রী-সন্তান বাংলাদেশের নগরিক হওয়ায় তার লাশ বাংলাদেশে ফিরত পাঠান।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, জুলফিকুর আলী ভুট্টুর মরদেহ সন্ধ্যায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

রবিউল হাসান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।