বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ক্ষেত্র নেই : আইজিপি


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ক্ষেত্র নেই। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এ দেশের শান্তিপ্রিয় জনগণ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো পছন্দ করেন না। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউজ ময়দানে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশে কথাগুলো বলেন পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক।

এ দেশে জঙ্গিবাদকে কিছুতেই মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। জনগনকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নির্মুল করা হবে। আর তা করা গেলে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তিনি আরো বলেন, চুরি, ডাকতি, ছিনতাই, হানাহানি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশিং একটি যুগোপযোগী সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। এছাড়া থানা থেকে দালাল মুক্ত করতে, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধেও কমিউনিটি পুলিশিং ব্যবস্থার গুরুত্ব অপিরিসীম।

আইজিপি আরও বলেন, দেশে আইনের শাসনকে সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা করায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা ইতোমধ্যে যথেষ্ঠ সুনাম কুড়িয়েছে। তাই কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়ােজন।

জয়পুরহাট কমিউনিটি পুলিশিং আয়োজিত ওই সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব নন্দলাল পার্শীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী।

জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক গোলাম হক্কানী, জয়পুরহাট পৌরসভার বর্তমান মেয়র আব্দুল আজিজ, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, জয়পুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি আব্দুল হাকিম,কালাই উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মিনফুজুর রহমান মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, কমিউনিটি পুলিশিং দোগাছী ইউনিয়ন কমিটির সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।  

রাশেদুজ্জামান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।