বগুড়ায় বইমেলা শুরু ২১ ফেব্রুয়ারি


প্রকাশিত: ১২:১০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপনে বগুড়ায় ১০ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১০ দিন চলবে এ মেলা।

বইমেলা উপলক্ষে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো ছাড়াও প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া ইয়ূথ কয়্যার সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, মতিয়ার রহমান, আছাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীসহ সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।