ফতুল্লায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৫ মার্চ ২০২২
গ্রেফতার আরিফুল ইসলাম জনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আরিফুল ইসলাম জনি (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জনি রাজশাহীর চারঘাট থানার মিয়াপুর এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকার রুহুল আমিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জনি ফতুল্লার সস্তাপুর কমর আলী হাইস্কুল অ্যান্ড কলেজের (খণ্ডকালীন) শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি বাসা ভাড়া নিয়ে আরিফ কেয়ার নামে একটি কোচিং সেন্টার চালান তিনি।

শ্লীলতাহানির শিকার ছাত্রীর অভিযোগ, কোচিংয়ে পড়তে আসলে প্রায় সময়ই জনি তাকে কুপ্রস্তাব দিতেন। এতে ওই ছাত্রী অন্য কোচিং সেন্টারে চলে যায়। এর বেশ কিছুদিন পর ফের জনি আর বাজে কোনো আচরণ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। সেইসঙ্গে তার কাছে না পড়লে টেস্ট পরীক্ষায় ফেল করানোরও ভয় দেখান। এতে ওই ছাত্রী পুনরায় জনির কাছে পড়তে আসে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে ওই ছাত্রী পড়তে গেলে সবাইকে ছুটি দিয়ে তাকে থাকতে বলেন জনি। এরপর দরজা বন্ধ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় চিৎকার শুনে আশেপাশে থাকা অন্য ছাত্রীরা এগিয়ে আসলে জনি তাকে ছেড়ে দেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ছাত্রীর মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে আইনের আওতায় আনা হবে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।