মোটরসাইকেল চোর সন্দেহে কাউন্সিলরকে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৪ মার্চ ২০২২
মারধরের শিকার কাউন্সিলর আব্দুর রাজ্জাক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চোর সন্দেহে এক কাউন্সিলরকে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গেদুরা ইউনিয়নের বরুয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। তিনি রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গেদুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি তখন হরিপুরে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে আসি। শুনি ইউপি মেম্বার রমজানের বাড়িতে মোটরসাইকেল চুরি করতে এলে তাকে ধরে ফেলে স্থানীয়রা। আমার ইউনিয়নে গত সাতদিনে আটটি মোটরসাইকেল হারিয়েছে। তাছাড়া আব্দুর রাজ্জাক একজন চিহ্নিত মোটরসাইকেল চোর। এরআগেও অনেকবার সে গণধোলাইয়ের স্বীকার হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, ‘আমি আগে চুরি করতাম, এখন করি না। আজ আমি জাদুরানি বাজার যাচ্ছিলাম। স্থানীয়রা আটকে মারধর করে।’

ঠাকুরগাঁও হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘জনতার হাতে মোটরসাইকেল চোর সন্দেহে এক কাউন্সিলর আটক হয়েছেন। এরআগে মোটরসাইকেল চুরির অভিযোগে তার নামে থানায় মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

তানভীর হাসান তানু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।