নেত্রকোনায় দুর্নীতি মামলায় সাবেক অধ্যক্ষ কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:২০ এএম, ২৩ মার্চ ২০২২
পূর্বধলা হোছাইনিয়া ফাজিল মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ হাবিবুর রহমান খান

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনা জেলার পূর্বধলা হোছাইনিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ হাবিবুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) জেলা ও দায়রা জজ শাহ জাহান কবীর সাবেক ওই অধ্যক্ষের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, অবৈধভাবে নিয়োগ দেওয়া, জেলা পরিষদ অনুদানের টাকা আত্মসাৎ, অভ্যন্তরীণ হিসেবে অনিয়ম, দুর্নীতি এবং হিসাব সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে ২০১৮ সালে ওই মাদরাসার অফিস সহকারী আশরাফ উজ্জামান নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে এই মামলার তদন্তভার পড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর। দুদক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দিলে আদালত তাকে (অধ্যক্ষ) হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এতে নির্ধারিত প্রথম তারিখে তিনি আদালতে হাজির হননি। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে হাজির হলে ওই অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এইচ এম কামাল/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।