স্কুলছাত্রীকে এসিডে ঝলসে দেওয়ার হুমকি, যুবককে ৬ মাসের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪১ এএম, ২১ মার্চ ২০২২
প্রতীকী ছবি

 

নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রীকে এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেওয়ায় মিরাজুল ইসলাম অপু নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ মার্চ) বিকেলে ওই ছাত্রীকে উত্যক্ত করা অবস্থায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বদর উদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম অপু। রোববার ওই ছাত্রী স্কুলে গেলে বখাটে অপু তাকে উত্যক্ত করা শুরু করে।

এসময় ওই যুবক স্কুলছাত্রীকে এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয়। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

রেজাউল করিম রেজা/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।