জ্বালাও পোড়াওসহ খুনিদের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছেন : নাসিম


প্রকাশিত: ০২:২১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সদ্য হয়ে যাওয়া পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। সেই নির্বাচনে জনগণ জ্বালাও পোড়াও মানুষ খুুনসহ অপরাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। বুধবার বিকেলে শহরের মুক্তির সোপান পাদদেশে সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিজয়ী ছয় মেয়রকে দেয়া এক বিশাল সংবর্ধনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু সিরাজগঞ্জে নয় সারা দেশে নৌকার কাছে ধানের শীষ পরাজিত হয়েছে। এ রায়ে প্রমাণ হয়েছে, দেশের মানুষ শেখ হাসিনার পক্ষেই রয়েছেন। দেশে যে উন্নয়নের জোয়ার বইছে জনগণ সেই দিকেই রায় দিয়েছেন। যারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন, সেই পৌর মেয়রদের এখন থেকেই কাজ শুরু করতে হবে।

নাসিম বলেন, একই সঙ্গে সংসদ সদস্যদেরও কাজ করতে হবে। আগামী তিন বছর দেশের সর্বস্তরের উন্নয়ন করেই দেশের মানুষের কাজ করে যেতে হবে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পাবে। সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের এখন থেকেই সম্মান করতে হবে।

তিনি আরও বলেন, শুধু যারা ভোট দিয়েছেন তারাই নন যারা নৌকায় ভোট দেননি তাদেরও সম্মান করতে হবে। কারণ দেশের উন্নয়নে সকলের সহযোগিতার প্রয়োজন। মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বর্তমানে শান্ত হয়ে যে রাজনীতি করছেন সেভাবে রাজনীতি করে মানুষের কাছে গিয়ে ক্ষমা চান। দেশের মানুষ ক্ষমা করলে হয়তো আবারও জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে পারবেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সংবর্ধনা সভায় সাবেক মৎস্যমন্ত্রী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল­াত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-৫ আসনের তানভীর ইমাম, সংরক্ষতি আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, নির্বাচিত মেয়রদের পক্ষে বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, সদর পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানি প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চারজন নব নির্বাচিত পৌর কাউন্সিলর স্বাস্থ্যমন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

মন্ত্রী আরও বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি করা হবে না। দেশের প্রতিটি অঞ্চলের সম উন্নয়ন করা হবে। জনগণের কাজ করাসহ তাদের ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ রাজনীতি করে। আগামীতেও দেশের উন্নয়ন করে ২০১৯ সালে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ক্ষমতায় যেতে হলে মানুষের ভালোবাসার বিকল্প নেই। তিনি উন্নয়নের পতাকাতলে আসার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

বাদল ভৌমিক/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।