কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরের কার্যক্রম অচল হয়ে পড়েছে। বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে বিবিরবাজার স্থলবন্দর কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বুধবার সকাল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘট ডেকেছে।
এতে আমদানি-রফতানি কার্যক্রমে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আগামীকাল এ বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, স্থলবন্দর এলাকায় দীর্ঘ দিন ধরে রফতানি পণ্যবাহী প্রতি ট্রাক থেকে কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতি ও কুমিল্লা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে ৫০ টাকা, মালিক শ্রমিক ঐক্য পরিষদের নামে ৫০ টাকা এবং কুমিল্লা জেলা ট্রাক, ট্রাঙ্ক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে ২০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। অবৈধভাবে এ চাঁদা আদায় নিয়ে ঝগড়া বিবাদ ও মারধরসহ হয়রানির শিকার হচ্ছেন ট্রাক ড্রাইভার ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে বিবিরবাজার স্থলবন্দর কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল পাল জানান, এ স্থলবন্দরে রফতানি পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধ করা না হলে বন্দরে রফতানি ও আমদানি কার্যক্রমের উপর দীর্ঘ মেয়াদী প্রভাব পড়বে, তাই বিষয়টি সুরাহা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে।
তবে চাঁদা আদায়কারী সংগঠন কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম জাগো নিউজকে জানান, সংগঠন পরিচালনা ও শ্রমিকদের স্বার্থেই এ চাঁদা নেয়া হয়ে থাকে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জাগো নিউজকে জানান, এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস