স্বাভাবিক হয়েছে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
টানা কয়েক দিনের যানজট ও পরিবহনের ধীরগতিতে উত্তরাঞ্চলের যাত্রী ও চালকরা সীমাহীন ভোগান্তিতে পড়েন। সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হওয়া যানজট ও ধীরগতি কেটে এখন স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান।
তিনি বলেন, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজট ও ধীরগতিতে যান চলাচল করছিল। তবে পুলিশ বাহিনীর আন্তরিকতা ও পরিশ্রমে শনিবার ভোর থেকে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জানান, ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। রাতে কিছুটা ধীরগতি থাকলেও ভোর থেকে মহাসড়ক ফাঁকা রয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। নলকা সেতুর সংস্কার কাজ চলমান ও একটি লেন বন্ধ থাকার ফলে যানজটের সৃষ্টি হয়েছিল। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মাঠে আছি।
এফএ/এমএস