হবিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৮ মার্চ ২০২২
প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকটি ঘোড়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে হবিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে স্থানীয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ১৫টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় নবীগঞ্জের আউশকান্দি এলাকার আলাল মিয়ার ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। পরে বিজয়ীদের নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

ফেরদৌস আহমেদ নামের একজন জানান, একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ঘোড়দৌড়। বিভিন্ন উপজেলায় এ প্রতিযোগিতার আয়োজন হলেও জেলা সদরে এ ধরণের প্রতিযোগিতা হয়নি।

Pic-(2).jpg

অ্যাডভোকেট বিভুৎসূ চক্রবর্তী জানান, প্রতি বছর যদি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয় তবে জেলাবাসী আনন্দ উপভোগ করতে পারবে।

বিজয়ী ঘোড়ার মালিক আলাল মিয়া বলেন, আমি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে এসেছি। প্রতিযোগিতায় আমার ঘোড়াটি প্রথম হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতাটি আসলে হারিয়ে যাচ্ছে। এ ঐতিহ্যকে আমাদের ধরে রাখা প্রয়োজন। এ ধরনের আয়োজন করতে পারলে আপামর জনসাধারণ এটি উপভোগ করবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।