তিনদিনের ছুটিতে গাজীপুরের রিসোর্টে উৎসবের আমেজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৭ মার্চ ২০২২

টানা তিনদিনের ছুটিতে অনেকে পরিবার-পরিজন নিয়ে গেছেন দর্শনীয় কোনো স্থান অথবা পর্যটন এলাকায়। এই ছুটিকে ঘিরে গাজীপুরের শতাধিক রিসোর্টে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গাজীপুরে অভিজাত বিলাসবহুল রিসোর্ট যেমন আছে তেমনি আছে কম খরচের অনেক রিসোর্ট। এর মধ্যে রয়েছে- সারাহ রিসোর্ট, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা, ছুটি রিসোর্ট, গ্রিন ভিউ রিসোর্ট, নক্ষত্রবাড়ি রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট, রাজেন্দ্র ইকো রিসোর্ট, রিভেরি হলিডে রিসোর্ট, গ্রিনটেক রিসোর্ট, রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট, পুবাইল রিসোর্ট ক্লাব, ঢাকা রিসোর্ট, জলেশ্বরী রিসোর্ট, নুহাশপল্লী। এসব রিসোর্টে ৪ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় রুম নিয়ে পরিবার পরিজনসহ রাত্রিযাপনের সুবিধা রয়েছে।

তিনদিনের ছুটিতে গাজীপুরের রিসোর্টে উৎসবের আমেজ

ঢাকা রিসোর্টের চেয়ারম্যান এমারত হোসেন বলেন, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় দর্শনার্থী বেড়েছে। এখানে সারাদিনের প্রোগ্রাম হিসেবে তিনদিন পুরোই বুকিং হয়েছে।

তিনদিনের ছুটিতে গাজীপুরের রিসোর্টে উৎসবের আমেজ

গ্রিনটেক রিসোর্টের ব্যবস্থাপক তৌহিদ আজিম বলেন, এ রিসোর্টে অনেকেই অগ্রিম বুকিং দিয়ে রাখায় দর্শনার্থীরা তাদের নিজেদের মতো করে ছুটি উপভোগ করছেন। এ রিসোর্টে ২৫০ জনের থাকার মতো কক্ষ রয়েছে। তিনদিনের ছুটিতে প্রায় ৮০ ভাগ কক্ষ বুকিং হয়ে গেছে।

অনুরূপভাবে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা, সারাহ রিসোর্ট এবং ছুটি রিসোর্টে তিনদিনের পুরোপুরি বুকিং রয়েছে বলে জানিয়েছেন ওই রিসোর্টগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

তিনদিনের ছুটিতে গাজীপুরের রিসোর্টে উৎসবের আমেজ

ভবানীপুর এলাকার বাসিন্দা জয়নাল হোসেন বলেন, আমাদের এলাকায় ভাওয়াল রিসোর্ট, গ্রিনটেক রিসোর্ট ও রাজেন্দ্র ইকো রিসোর্টসহ বেশ কিছু রিসোর্ট আছে। বুধবার ও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রচুর লোক গাড়ি নিয়ে আসছেন রিসোর্টগুলোতে। রিসোর্টের আশপাশের বিভিন্ন দোকানপাটে ও খোলা ময়দানে নানা পসরা নিয়ে বসা ক্ষুদ্র ব্যবসায়ীরাও ভালো বেচা-কেনা করছেন। যা গত এক দেড় বছরের দেখা যায়নি।

ঢাকা থেকে পরিবার নিয়ে গ্রিনটেক রিসোর্টে আসা একজন দর্শনার্থী জানালেন, তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে দুই বছর পর ঢাকা থেকে বের হয়েছেন। এখানে দুই রাত থাকবেন। ছেলেমেয়েরা এখানে মুক্ত ও প্রাকৃতিক পরিবেশে বেশ আনন্দ করছে। তিনিও ভালো পরিবেশ অনুভব করছেন।

তিনদিনের ছুটিতে গাজীপুরের রিসোর্টে উৎসবের আমেজ

রাজেন্দ্র ইকো রিসোর্টে ঢাকা থেকে আসা এক বিশ্ববিদ্যালয় শিক্ষক জানালেন, ছুটির দিনগুলো কোলাহলমুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে একান্তে কাটানোর জন্য স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বেড়াতে এসেছেন। তিনদিন ছুটি থাকায় দুই রাত এখানে থাকবেন তিনি।

এদিকে, তিনদিনের ছুটিতে গাজীপুরের রিসোর্টগুলো ভরপুর থাকায় খুশি রিসোর্ট মালিক এবং আশপাশের এলাকার ব্যবসায়ীরা।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।