নদী দেখতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৭ মার্চ ২০২২
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে নদী দেখতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে দুই বোন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে জেলার রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সানজিদা আক্তার (১২) ও সুমনা আক্তার (৬)। তাদের বাবার নাম শাহজাহান আলী। তিনি ঢাকায় পরিবার নিয়ে থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এস জাহিদ ইকবাল জাগো নিউজকে বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। ঘটনাস্থলে গিয়ে পা পিছলে পড়ে যায় ছোট বোন। এসময় বড় বোন তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে নিহতদের চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।

তানভীর হাসান তানু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।