সরকারি সম্পত্তি দখল, আ’লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
খাগড়াছড়িতে সরকারি সম্পত্তি জোর করে দখল ও আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. জাহেদুল আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ পরোয়ানা জারি করেন।
জাহেদুল আলম খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সুপাল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বত্য জেলা পরিষদের সদস্য থাকাকালীন জেলা পরিষদের সম্পত্তি জোর করে দখল ও আত্মসাতের অভিযোগ ওঠে জাহেদুল আলমের বিরুদ্ধে। পরে ২০১৯ সালের ২ এপ্রিল খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে জাহেদুল আলম জেলা পরিষদের মালিকানাধীন মার্কেটের তিনতলা ভবনের আবাসিক হোটেল জোর করে দখল করে সরকারি অর্থ ক্ষতি ও আত্মসাৎ করেন। এতে সরকারি ১৯ লাখ ৮২ হাজার টাকা ক্ষতি হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম