বগুড়ায় ১৪ টন চোরাই রডসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৫ মার্চ ২০২২
বগুড়ায় জব্দ হওয়া চোরাই রড

বগুড়ার গাবতলী উপজেলায় ১৪ টন চোরাই রডসহ সাজ্জাদুর রহমান রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার কাগইল বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ মার্চ গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের এক ট্রাক ড্রাইভারের ঢাকা থেকে ১৪ টন রড নিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় যাওয়ার কথা। কিন্তু ড্রাইভার তা না করে ওই রড ৯ লাখ ৮০ হাজার টাকায় গাবতলীর কাগইল বাজারের রানার কাছে বিক্রি করে দেন।

ওসি সিরাজ আরও বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে রডগুলো উদ্ধার করা হয়। সেইসঙ্গে চোরাই রড-কেনার দায়ে ব্যবসায়ী সজ্জাদুর রহমান রানাকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।