‘বিষ মেশানো’ ঘাসবীজ খেয়ে আড়াইশো কবুতরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৪ মার্চ ২০২২

পাবনার চাটমোহর উপজেলার মল্লিকপুর গ্রামে প্রতিবেশীর জমিতে বিষ মেশানো ঘাসের বীজ খেয়ে আড়াইশো কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কবুতর খামারের মালিক এসকে পান্না মামুন রোববার (১৩ মার্চ) এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা গেছে, মল্লিকপুর গ্রামের মৃত আশকার আলীর ছেলে এসকে পান্না মামুন দীর্ঘদিন ধরে তার খামারে হাঁস, মুরগি ও কবুতর পালন করে আসছেন। শনিবার দুপুরে তার স্ত্রী কবুতরগুলোকে খামার থেকে ছেড়ে দেওয়ার পর সেগুলো পাশে আব্দুল আজিজের জমিতে যায়। সেখান থেকে খাবার খেয়ে এসে বিকেলের দিকে একে একে আড়াইশো কবুতর মারা যায়।

খামারি মামুনের অভিযোগ, আব্দুল আজিজ অসৎ উদ্দেশ্যে তার খামার সংলগ্ন জমিতে গোখাদ্য গামা ঘাসের বীজের সঙ্গে বিষ মিশিয়ে চাষ করছিলেন। তিনি বীজের সঙ্গে বিষ মিশিয়েছেন এ বিষয়টি কাউকে জানাননি কিংবা ক্ষেতে সতর্কতামূলক লাল নিশানাও টাঙাননি। এতে তিনিসহ কেউ বুঝতে পারেনি ওই ক্ষেতে বীজের সঙ্গে বিষ মাখানো রয়েছে।

তিনি বলেন, বিষাক্ত ওই বীজ খেয়ে তার কবুতরগুলো মারা গেছে। এতে তার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি রোববার (১৩ মার্চ) থানায় লিখিত অভিযোগ দেন।

তবে অভিযুক্ত আব্দুল আজিজ বলেন, ক্ষতি হয়ে গেছে এটা ঠিক। কবুতরের সংখ্যা আড়াইশোর কম হবে। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য রাজি ছিলেন। কিন্তু মামুন বিষয়টি থানায় জানিয়েছেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।