ফেসবুকে পোস্ট দিয়ে শিয়ালের মাংস বিক্রি, ৪ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৪ মার্চ ২০২২

কুমিল্লার মুরাদনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে শিয়ালের মাংস বিক্রির ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ মার্চ উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বাদী হয়ে মামলাটি করেন।’

আসামিরা হলেন- উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল উত্তর পাড়া গ্রামের মৃত আবদুর মশিদের ছেলে মো. আলমগীর হোসেন (৫৫), একই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), মৃত সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও মো. মোস্তফার ছেলে মো. জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাইয়ের পর বিক্রি করেন শফিকুল ইসলাম নামের এক যুবক। তিনি ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ আপলোড করেন।

বিষয়টি আমাদের নজরে আসলে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে বলে আমাদের জানান।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম, বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।