মাধবদী পৌরসভায় মেয়র হলেন নৌকার মানিক
নরসিংদীর মাধবদী পৌরসভার পুনর্নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন প্রাধন মানিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে রিটানিং কর্মকর্তা রফিকুল ইসলাম জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন।
তিনি ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে মোট ১২১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী বিএনপির প্রার্থী হাজী মো. ইলিয়াস পেয়েছেন ৮৪১৮ ভোট। হট্টগোল, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে ১২টি কেন্দ্রের মধ্যে ৩নং কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেছে কমিশন। স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা ২২০৪।
ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা আর প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মাধবদী পৌরসভার পুনর্ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সকাল থেকেই মাধবদীর প্রত্যেকটি ভোটকেন্দ্রে ছিল নারী পুরুষের লম্বা লাইন। নানা শঙ্কা থাকলেও স্বত:স্ফুর্তভাবেই ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা।
পুনর্ভোট গ্রহণ অনুষ্ঠানে জাল ভোট দেয়ার অভিযোগ তোলেন বিএনপি প্রার্থী হাজী মো. ইলিয়াস। অভিযোগ উঠে কেন্দ্র দখলের। বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী হাজী মো. মোশারফ হোসেন প্রধন মানিকও। দিনভর নানা উত্তেজনা থাকলেও রড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয় ভোটগ্রহণ।
সঞ্জিত সাহা/এসএস/পিআর