মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

মাগুরায় মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় মহম্মদপুর উপজেলার বালিদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মহম্মদপুর উপজেলার বারইখালী গ্রামের আমাদ মোল্যার ছেলে সলেমান (৩০) ও বালিদিয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে আনিচ (২৯)।

জেলা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জাগো নিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিদিয়া গ্রামের বাসিন্দা আনিচের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘরের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা একটি প্লাটিনাম ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আনিচের দেয়া তথ্য মতে পুলিশ তার আরেক সহযোগী সলেমানকে গ্রেফতার করে। এছাড়া চোরাই কাজের সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনসহ একাধিক সিম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের দুইজনকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে বলেন, অপরাধীরা দীর্ঘদিন ধরে সুকৌশলে শহরের বিভিন্নস্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছে। তাদের নামে মাগুরা সদর থানায় খুন, ডাকাতিসহ একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরাফাত হোসেন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।