টেকনাফে বিদেশি মদ-সিগারেটসহ গ্রেফতার ২
কক্সবাজারের টেকনাফে কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, বিয়ার, সিগারেট ও অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গ্রেফতাররা হলো— টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে হাফেজ আহম্মদ (৪০), একই এলাকার সৈয়দ আলমের স্ত্রী কামরুন নাহার সোমা (২২)। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কামরুন নাহার সোমার স্বামী সৈয়দ আলম সোনাইয়া (২৮) পালিয়ে যায়।
র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জাগো নিউজকে জানান, হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মিয়ানমার থেকে বিদেশি মদ, বিয়ার ও সিগারেট এনে বাংলাদেশ মজুদ করেছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। অভিযান হাফেজ আহম্মদ, কামরুন নাহার সোমা আটক করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সোমার স্বামী সৈয়দ আলম সোনাইয়া কৌশলে পালিয়ে যায়। এরপর তাদের কাছ থেকে ৫২ বোতল বিদেশি মদ, ২৮০ ক্যান বিদেশি বিয়ার, ১১ কার্টুনে ৫ হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেট ও একটি বন্দুক উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে চোরাইপথে মিয়ানমার থেকে আনা বিদেশি মদ, বিয়ার এবং সিগারেট বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এমএএইচ/