ভারতীয় ১৬৪ জেলেকে বুধবার পুশব্যাক
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে বিভিন্ন সময়ে নৌ-বাহিনীর হাতে আটক ভারতীয় ১৬৪ জেলে ছাড়া পেয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। বুধবার আটক ১৪টি ফিশিং ট্রলারসহ এই জেলেদের পুশব্যাক করার কথা রয়েছে।
বঙ্গোপসাগরে বাংলাদেশের সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর সদস্যরা গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফায় এসব ভারতীয় জেলেদের মাছ ধরা অবস্থায় সরঞ্জাম ও ট্রলারসহ আটক করেছিল। আটক এসব জেলেদের বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। ভারতীয় সরকারের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আটক এসব ভারতীয় জেলেকে পুশব্যাক করা হচ্ছে।
মংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, বাগেরহাট কারা কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে ১৬৪ জেলেকে ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি দীপক দেবনাথের কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত এসব ভারতীয় জেলেদের পুশব্যাকের জন্য মংলা থানায় আনা হয়। ভারতীয় জেলেরা জানায়, দীর্ঘ দিন মংলা থানা পুলিশের হেফাজতে থাকা মাছ ধরা সরঞ্জামসহ ১৪টি ফিশিং ট্রলার নিয়ে সমুদ্র পথে বুধবার তারা স্বদেশের উদ্দেশে মংলা থেকে রওনা দেবে।
শওকত আলী বাবু/এআরএ/আরআইপি