কলেজ থেকে ফেরার পথে বাসচাপায় ২ ছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১০ মার্চ ২০২২
আগুনে ক্ষতিগ্রস্ত বাস

কুমিল্লার দেবীদ্বারে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধরা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- রবিউল ইসলাম (২০) ও সজিব হোসেন (১৯)। রবিউল ইসলাম দেবীদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। সজিব হোসেন উপজেলার বড় আলমপুরে। তারা দুজন উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আলম জানান, দুপুরে মোটরসাইকেলে করে দুই কলেজছাত্র বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি বেগমাবাদ এলাকায় পৌঁছালে সুগন্ধা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল মারা যান। গুরুতর আহত অবস্থায় সজিব হোসেনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।