সৈয়দপুরে বিএনপির আমজাদ হোসেন ভজে নির্বাচিত


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

গত ৩০ ডিসেম্বর সৈয়দপুর পৌরসভার স্থগিত চারটি কেন্দ্রের ভোটগ্রহণ ও গণনা শেষে মঙ্গলবার রাতে বিএনপি প্রার্থী আমজাদ হোসেন সরকার ভজেকে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। ৩২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী ভজে ২৯ হাজার ৯১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন প্রার্থী নৌকা মার্কায় পেয়েছেন ২২ হাজার ৪৭ ভোট।

রোদ মাখা পৌষের শীতে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। ভোটকে কেন্দ্র করে মঙ্গলবার কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চারটি কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৪১৮।

অপ্রীতিকর ঘটনা এড়াতে এ চার কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ২০ সদস্যের র্যাবের একটি দল এবং ৩২ সদস্য বিশিষ্ট বিজিপির একটি দল মোতায়েন ছিল।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নির্বাচনে মোট ৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম উচ্চ বিদ্যালয়, এবং গোলহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাসহ গোলযোগের সৃষ্টি হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

১২ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ ও গণনা শেষে ওই চার কেন্দ্রের ফলাফল ধানের শীষ মার্কা আমজাদ হোসেন ভজের পক্ষে যায়। অর্থাৎ স্থগিত চার কেন্দ্রে বিএনপির প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৮৯ ভোট।

অপর দিকে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন পেয়েছেন ২ হাজার ৮৮ ভোট। গত ৩০ ডিসেম্বর ২৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন সরকার পেয়েছিলেন ২৫ হাজার ৮২৩ ভোট ও আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন পেয়েছিলেন ১৯ হাজার ৯৫৯ ভোট। ৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে ৭ হাজার ৮৪৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হলেন।

জাহেদুল ইসলাম জাহিদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।