৫১৭ নদী-খালের খনন কাজ শেষ হবে ডিসেম্বরে: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১০ মার্চ ২০২২
নদী খননের উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খালের খনন কাজ চলছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এসব খননকাজ শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর এলাকায় নদী খননের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, দেশের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খাল খনন করা হচ্ছে। এর ফলে পানির স্তর আবারও ওপরে উঠে আসছে। এতে আর্সেনিক থেকে শুরু করে নানা সমস্যার সমাধান মিলবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নদী ও খাল খননের প্রথম পর্যায়ের কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে। দ্বিতীয় ফেজে দেশের আরও তিন হাজার ছোট খাল ও নদী খননের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই নদীগুলো আবার নব্যতা ফিরে পাবে।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।