খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ কালেক্টর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৯ মার্চ ২০২২
অস্ত্রসহ আটক স্বপন চাকমা

খাগড়াছড়িতে বিদেশি পিস্তলসহ স্বপন চাকমা (৪০) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্বপন চাকমা খাগড়াছড়ির সাত ভাইয়াপাড়া এলাকার সন্তোষ বিকাশ চাকমার ছেলে। তিনি ইউপিডিএফের চিফ কালেক্টর।

সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, ২০১৬ সাল থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে জড়িত স্বপন চাকমা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এ সময় তারা কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড বুলেট, একটি ম্যাগাজিন, নেশা জাতীয় ওষুধ ও আদায়কৃত চাঁদার ৩৭৫ টাকা উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম সুমন আরও বলেন, পাহাড়ে যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজি বন্ধে খাগড়াছড়ি সেনা জোনের অভিযান অব্যাহত থাকবে। মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।