ঠাকুরগাঁওয়ে স্থগিত ৩টি কেন্দ্রের ভোট গণনা চলছে


প্রকাশিত: ১১:৫২ এএম, ১২ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিস্থিতিতে পৌর নির্বাচনে স্থগিত ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে গণনা চলছে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শান্তি পূর্ণভাবে বিকেল ৪টায় শেষ হয়। ভোট চলাকালে কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৩৭৫। বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান হয়েছে ৪ হাজার ১৮৯ ভোট।

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে মোট ২ হাজার ৬০৫ ভোটের মধ্যে এক হাজার ৩১৮, গোবিন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ২০১ ভোটের মধ্যে ৯৫৬ ও পলিটেকনিক কলেজে দুই হাজার ৫৬৯ ভোটের মধ্যে এক হাজার ৯১৫ ভোট প্রদান হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বী বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। ভোট গণনার শেষ পর্যন্ত আইনশৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে ২১টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ভোট পেয়েছেন ১৬ হাজার ৩২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তহমিনা আখতার মোল্লা পেয়েছেন ১১ হাজার ৬৫১ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম সোলায়মান আলী সরকার ৪ হাজার ১১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। মেয়র ছাড়াও এ তিন কেন্দ্রে সাধারণ কাউন্সিলর দুই ও সংরক্ষিত কাউন্সিলর দুই জন নির্বাচিত হবেন।

রবিউল এহ্সান রিপন/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।