রাঙ্গামাটিতে জনস্থান নারীবান্ধব-নিরাপদ রাখার আহ্বান
রাঙ্গামাটিতে নারীদের পথচলায় করণীয় বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (আরপিটিাই) সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরুণদের প্লাটফর্ম ইয়াং বাংলা। সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশন।
জীবন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ মিকির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। এছাড়াও রাঙামাটি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনস্থানসহ অন্যান্য জায়গায় নারী ও কন্যা শিশুদের ওপর যৌন হয়রানি ও নানাবিধ যৌন সহিংসতা দিন দিন বাড়ছে। করোনা মহামারীর সময় নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। যা নারীর পূর্ণ সম্ভাবনা ও জীবনের সর্বক্ষেত্রে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করেছে। সভায় জনস্থান নারীবান্ধব ও নিরাপদ রাখার আহ্বান জানানো হয়।
শংকর হোড়/আরএইচ/এএসএম