মাগুরায় প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০২:০১ পিএম, ০৮ মার্চ ২০২২
মৃত কলেজছাত্র রাজু বিশ্বাস

মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় রাজু বিশ্বাস (২৫) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত রাজু ওই গ্রামের আক্তার বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার তখলপুর হাতেম আলী দাখিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার রাতে তখলপুর গ্রামের মকবুল মেম্বার (বর্তমান) ও সাবেক মেম্বার আব্দুর রউফের সমর্থকদের মধ্যে মারামারি হয়। এ সময় মকবুল মেম্বারের সমর্থকদের বিরুদ্ধে সাবেক মেম্বার আব্দুর রউফকে মারধরের অভিযোগ ওঠে। পরে উভয়পক্ষের সমর্থকরা বাড়িঘর ভাঙচুর চালায়।

এর জের ধরে সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় প্রতিপক্ষের সমর্থকদের হামলায় মারাত্মক আহত হন রাজু বিশ্বাস (২২)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজুর বাবা ও মকবুল মেম্বারের সমর্থক আক্তার বিশ্বাস বলেন, ‘সন্ধ্যায় দলীয় লোকজনের সঙ্গে আমার বাড়ির সামনে বসেছিলাম। এ সময় বিরোধীপক্ষের লোকজন আমাদের ওপর হামলা করলে দৌড়ে বাড়ির মধ্যে চলে যাই। এ সময় আমার ছেলে ঠেকাতে গেলে তারা তাকে কুড়াল দিয়ে আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাচিলাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থায় খারাপ দেখা গেলে দৌলতদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে সে মারা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।