৬ বছর পালিয়ে থাকার পর হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৮ মার্চ ২০২২
গ্রেফতার সবুজ

নোয়াখালীর বেগমগঞ্জে ছয় বছর পালিয়ে থাকার পর সবুজ ওরফে কোটকা সবুজ (২৭) নামে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৭ মার্চ) দুপুরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁদ কাশিমপুর এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবুজ বেগমগঞ্জের ২নং গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিমপুর গ্রামের বড় বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন সোমবার রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৬ সালের ১ এপ্রিল গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ হয়। এতে আসামি সবুজ তার দলবল নিয়ে অপর পক্ষের নিপুকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে গ্রেফতার এড়াতে দীর্ঘ ছয় বছর বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন।

আসামি সবুজের বিরুদ্ধে একই তারিখে বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলা (নম্বর-১১) আদালতে বিচারাধীন আছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানামূলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।