গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকের হেলপার নিহত


প্রকাশিত: ০৭:০৫ এএম, ১২ জানুয়ারি ২০১৬

গাইবান্ধার ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে রতন মিয়া (৩৫) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। উপজেলার উড়িয়া-কালিরবাজার রোডের উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন গাইবান্ধা পৌরসভার খানকা শরীফ (চকমামরোজপুর) এলাকার কাজিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, পূর্ব ছালুয়া গ্রাম থেকে মধু ও মৌমাছিসহ কাঠের ১৫২টি বাক্স নিয়ে একটি ট্রাক গাইবান্ধার উদ্দেশে রওনা দেয়। ট্রাকে থাকা বাক্সের উপরে বসেছিলেন ওই হেলপার। এ সময় রাস্তার উপরে বিদ্যুতের তার ঝুলে ছিল। তারগুলো সরিয়ে দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় মৌমাছি ব্যবসায়ী মো. সুমন মিয়া জানান, মৌমাছি ও কাঠের বাক্সগুলো ট্রাকে করে বগুড়ায় পাঠাচ্ছিলেন। ট্রাকটি গাইবান্ধা থেকে ভাড়া করেছিলেন তিনি।

উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাকি সরকার জানান, ট্রাকটি পূর্ব ছালুয়া গ্রাম থেকে রওনা দেয়ার পর এ দুর্ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে ট্রাকের চালক পালিয়ে যায়।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।