বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৬ মার্চ ২০২২

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা-মাহমুদপুর সড়কের ঝাড়কাটা বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাদশা (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মেহেদী হাসান ওই এলাকার তোতা চৌধুরীর ছেলে ও ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুজন হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিজুড়ী বাজার থেকে ঝাড়কাটায় নিজ বাড়িতে যাওয়ার সময় ঝাড়কাটা ব্রিজে পৌঁছালে হঠাৎ সামনে এসে পড়েন ওই বৃদ্ধ। তাকে বাঁচাতে মোটরসাইকেল ব্রেক করলে মেহেদী বিজ্রের রেলিংয়ের ওপর ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন এবং বৃদ্ধ বাদশার অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

তবে বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী।

নাসিম উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।