চৌমুহনীতে আবারো ভোটগ্রহণ স্থগিত


প্রকাশিত: ০৬:৩১ এএম, ১২ জানুয়ারি ২০১৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় স্থগিত ১০ কেন্দ্রের পুনঃভোটগ্রহণের সময় এক নম্বর ওয়ার্ডে নানা অনিয়মের অভিযোগে ফের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা এ ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

কেন্দ্রে উপস্থিত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের একপর্যায়ে হঠাৎ করে কিছু বহিরাগত লোক কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দিতে শুরু করেন। তারা জোর করে ব্যালট পেপার নিয়ে সিল মারতে থাকেন। এ কারণে প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা জানান, তার পক্ষে ভোটগ্রহণ করা সম্ভব নয়। এসময় তিনি ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

তবে প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা জানান, নির্বাচন কমিশন থেকে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এর আগে, সকাল আটটায় স্থগিত ১০ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হলেও প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিলো বেশি।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ভাঙচুর ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টির ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া এসব কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০।   

মিজানুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।