চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৩ মার্চ ২০২২
ফাইল ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে জমি বিরোধের জেরে আব্দুল হান্নান (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. এমরান হোসেন (২৭), আব্দুল মমিন (৩২) ও বুলু বেগম (৪৫)। রায় ঘোষণা সময় তিন আসামি পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল হান্নানের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চলায় আসামিরা। এসময় আব্দুল হান্নান ও তার স্ত্রী শামছুন্নাহার বেগম আহত হন। তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হান্নানের স্ত্রী শামছুন্নাহার ওই দিনই ফরিদগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ হুমায়ুন কবির একই বছরের ২৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোক্তার আহামেদ অভি জানান, দীর্ঘ ছয় বছর ধরে ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।