মা-বাবাকে সেবার শর্তে মুক্তি পেল মাদক মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৩ মার্চ ২০২২
প্রতীকী ছবি

মা-বাবাকে সেবা করা, ধূমপান না করা, গাছ লাগানো ও বই পড়াসহ আট শর্তে মুক্তি পেল মাদক মামলার এক কিশোর আসামি। আগামী এক বছরে সব শর্ত না মানলে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে তার।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে খুলনা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নন্দ কুমার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০ গ্রাম গাঁজাসহ গত বছর মার্চ মাসে গ্রেফতার হয়েছিল ডুমুরিয়ার ওই কিশোর। ঘটনা স্বীকার করে সাক্ষ্য দেওয়া পর আজ রায় ঘোষণার দিন ছিল। তার বয়স কম। তাই সংশোধনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম সাজার পরিবর্তে আট শর্ত আরোপ করে এক বছর প্রবেশনে তাকে মুক্তি দেন। এ সময়ে শর্ত মেনে চললে তার সাজা মওকুফ করা হবে।

শর্তগুলো হলো- এ কিশোর আসামি ধূমপান করতে পারবে না, প্রতিমাসে একদিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডুমুরিয়া স্বেচ্ছাশ্রম ভিত্তিতে সেবামূলক কাজ করবে, মাদক বিরোধী কার্যক্রমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রবেশন কর্মকর্তা খুলনার নির্দেশক্রমে মাদক বিরোধী প্রচারণায় অংশ নিবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এবং বই পড়া শেষে প্রবেশন কর্মকর্তাকে জানাতে হবে, নিজ বাড়ির আঙ্গিনায় ও তার গ্রামের মধ্যে সরকারি রাস্তায় বনজ গাছ রোপণ করতে হবে, একই সময় তার বৃদ্ধ মা-বাবাকে দেখাশোনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

আলমগীর হান্নান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।