ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঠাকুরগাঁও জেলার ভুল্লি নামক স্থানে রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এম মেহেদী হাসান হতাহতের খবর নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি কোচের সঙ্গে নসিমনের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।