আমদানির ট্রাকে এলো ভারতীয় মদ-ফেনসিডিল-সিগারেট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০২ মার্চ ২০২২
নিষিদ্ধ পণ্যসহ জব্দ ভারতীয় ট্রাক

ভারত থেকে বন্ড লাইসেন্সের (শুল্ক মুক্ত) মাধ্যমে আমদানিকৃত ডেনিম ফেব্রিক্সের ট্রাকে বিশেষভাবে লুকিয়ে আনা শাড়ি, থ্রিপিচ, বাংলা মদ, ফেনসিডিল, বিদেশি সিগারেট, ওষুধ, কারেন্ট জালসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পণ্য চালানটি জব্দ করা হয়। এসব মালামালের মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি নামে একটি সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।

jagonews24

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের ইনভেস্টিগেশন রিসার্স ম্যানেজমেন্টের (আইআরএম) একটি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে একটি ভারতীয় ট্রাক জব্দ করে কাস্টমস হাউসে নিয়ে যায়। ট্রাকটি তল্লাশি করে ঘোষিত পণ্যের ভেতর থেকে আমদানি নিষিদ্ধ ৯৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল বাংলা মদ, ৯৭ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট, ২৯.৬ কেজি বাবা জর্দা, ৬০ কেজি আতসবাজি, ৪৮ পিস শাড়ি, ২৫ পিস থ্রিপিচ, ৭০ কেজি কারেন্ট জাল এবং ভারতীয় বিভিন্ন ওষুধসহ বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান বলেন, আমদানিকৃত পণ্যের মধ্যে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি নামে একটি সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা চলমান আছে।

মো. জামাল হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।