জোয়ারে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০২ মার্চ ২০২২

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনার ৭ দিন পর মো. মোকসেদ মমিন (৩০) নামে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। বুধবার (২ মার্চ) সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটের মেঘনার পারের ব্লক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোকসেদ মমিন ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ ওয়ার্ডের মো. কায়সার আহম্মেদের ছেলে।

তুলাতুলি মৎস্য ঘাটের ব্যবসায়ী মো. মঞ্জু ইসলাম ও ইমতিয়াজ আহমেদ নাছিম জানান, বুধবার সকালের দিকে তুলাতুলি মৎস্য ঘাট এলাকার মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেসে এসে তীরের ব্লকের সঙ্গে আটকা পড়ে একটি মরদেহ। পরে স্থানীয়রা মৎস্য ব্যবসায়ী ও জেলেরা মরদেহ দেখে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয়।

নিহত জেলের বড় ভাই মো. হুমায়ুন কবির জানান, ট্রলারডুবির ঘটনার পর থেকে তিন জেলে নিখোঁজ হন। পরে ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকেলের দিকে নিখোঁজ মো. এরশাদ মাঝি ও আকবর মাঝির মরদেহ উদ্ধার হলেও তার ভাই মমিন নিখোঁজ ছিলো। পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি তারাও মমিনের সন্ধান চালাতে থাকেন।

তিনি আরো জানান, সকালে খবর পান তুলাতুলি মৎস্য ঘাট এলাকায় একজনের মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে এসে দেখি আমার ভাই নিখোঁজ মমিনের মরদেহ এটি।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করে জানান, নিহতের ভাই মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।