গাজীপুর কারাগারে হাজতির মৃত্যু
অসুস্থ হয়ে মো. শামীম (২৭) নামে গাজীপুর জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন হাজতি শামীম। ভোর পৌনে ৫টার দিকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেল সুপার আরও বলেন, মৃত শামীম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সাহাপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। গাজীপুর মহানগরীর পূবাইল থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ৯ জানুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন।
মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম