ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের শরীরে ২৪ ঘণ্টা চালু থাকবে ক্যামেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বলেছেন, জেলায় পুলিশের শরীরে এখন থেকে বডি ওর্ন ক্যামেরা চালু থাকবে। এতে পুলিশের অভিযান ও অপরাধী শনাক্ত করা অনেকটা সহজ হবে। ক্যামেরায় প্রমাণসহ যাকে আটক করা হবে, তিনি যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘অনেক সময় অভিযান চালাতে গিয়ে এবং অপরাধীদের হাতেনাতে ধরলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এখন থেকে দায়িত্ব পালনকালে ২৪ ঘণ্টা পুলিশের শরীরে ক্যামেরা চালু থাকবে। প্রতিটি ক্যামেরা টানা ১২ ঘণ্টা চালু থাকে। তাই ২৪ ঘণ্টা যেন ক্যামেরা ভিডিও ধারণ করতে পারে সেজন্য দুটি করে ক্যামেরা দেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের শরীরে ২৪ ঘণ্টা চালু থাকবে ক্যামেরা

তিনি আরও বলেন, ‘বিশেষ করে জেলার সীমান্তবর্তী তিনটি থানায় এই ক্যামেরার কার্যক্রম গুরুত্ব দিয়ে দেখা হবে। এই ক্যামেরা শুধু ভিডিও রেকর্ডই করবে না, পুলিশ সুপারের কার্যালয় থেকে মনিটর করা যাবে।’

সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক উদ্ধারে দ্বিতীয় হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘তাতে আমি খুশি নয়। আমি চাই এই জেলায় কোনো মাদক থাকবে না। মাদকের খুচরা ব্যবসায়ীসহ গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।