পুলিশের গাড়ি থেকে পালানোর ৫ ঘণ্টা পর ফের গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
গ্রেফতার মাছুম ওরফে মুন্না

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর আবারও গ্রেফতার হয়েছেন মো. মাছুম ওরফে মুন্না (২৩) নামে এক আসামি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মল্লিক বাড়ির বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না ভান্ডারিয়া থানার তেলিখালী গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে চুরি, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, মাসুম ওরফে মুন্নাকে গ্রেফতারের পর শনিবার গাড়িতে করে পিরোজপুর আদালতের নিয়ে যাচ্ছিল ভান্ডারিয়া থানা পুলিশ। পথে বেলা ১১টার দিকে সে পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠী মল্লিক বাড়ির বাগান থেকে তাকে ফের গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন যাবত ঢাকাসহ এলাকার বিভিন্ন জায়গায় চুরি ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, চুরি ও মাদক মামলার আসামিকে আদালতে সোপর্দ করতে নিয়ে যাওয়ার সময় পিকআপ থেকে সে লাফিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, চুরি মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে পুনরায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।