কোটালীপাড়ায় শীতের কম্বল ফাল্গুনে বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
কম্বল বিতরণের পর ফটোসেশন

শীতের কম্বল ফাল্গুন মাসে বিতরণ করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী।

আজ (শুক্রবার) তিনি তার নিজ বাড়িতে বসে ২০০ দরিদ্র মানুষের মাঝে নিজ উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন।

এসময় ইউপি সদস্য মহানন্দ রায়, দুলাল রায়, অনীল চন্দ্র বাড়ৈ, রুনা বেগম, সুনীতি বিশ্বাস, মাহামুদা বেগমসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণের পর ভীম চন্দ্র বাগচী ছবি ও ভিডিও তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

প্রতুল মল্লিক নামে এক ব্যক্তি কমেন্টস বক্সে লেখেন, ‌‘এ সময় কম্বল বিতরণ না করে ফ্যান বিতরণ করলে ভালো হতো।’

স্থানীয় মো. নান্টু মুন্সী লেখেন, ‘আর কিছুদিন পরে দিলে বৃষ্টি ঠেকানো যেত।’

রানা মোল্লা লেখেন, ‘শীত শেষে কম্বল বিতরণ, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’

নাম প্রকাশ না করে কম্বল পাওয়া এক বিধবা নারী বলেন, এবছর শীতে অনেক কষ্ট পাইছি। কম্বলটি ১মাস আগে দিলেও ভালো হতো।

এ বিষয়ে জানতে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে ১ নম্বর ওয়ার্ডের সদস্য অনীল চন্দ্র বাড়ৈ বলেন, ঢাকা থেকে কম্বলগুলো আনতে চেয়ারম্যানের দেরি হয়েছে। তাই তিনি এ সময়ে বিতরণ করেছেন।

মেহেদী হাসান/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।