আসামিকে আদালতে নেওয়ার সময় অটোরিকশা খাদে, দুই পুলিশসহ আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জের কামারখন্দে গ্রেফতার আসামিদের আদালতে নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-কামারখন্দ আঞ্চলিক সড়কের পাকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-কামারখন্দ থানার কনস্টেবল বিল্লাল হোসেন ও শামছুল এবং আসামি কামারখন্দের বলরামপুর গ্রামের বাসিন্দা রাহাত আলী ও আব্দুল মতিন। আহত অপরজন হলেন অটোরিকশা চালক। তবে তার নাম জানা যায়নি।

আসামি রাহাত আলী গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ওয়ারেন্টের দুই আসামিকে সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ আদালতে নেওয়া হচ্ছিল। অটোরিকশাটি পাকুরিয়া এলাকায় পৌঁছালে এক্সেল ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে দুজন কনস্টেবল, দুজন আসামি ও অটোরিকশা চালক আহত হন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ওয়ারেন্টভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই মহির উদ্দিন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।