মধুমতিতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
নিখোঁজ রায়হানুল আবিদ দিব্য

মধুমতি নদীতে গোসলে নেমে রায়হানুল আবিদ দিব্য (২১) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফ্রেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পরাশবাড়িয়া ইউনিয়নের উত্তর আড়মাঝি গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দিব্যর বাবার নাম আব্দুল হান্নান। তিনি বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে কর্মকত। তার মা লাকি আক্তার বগুড়ার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামে। চাকরিসূত্রে তারা বগুড়ায় বসবাস করেন।

খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল মধুমতি নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে রাত ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ কলেজছাত্রের ফুপা আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘এক ভাই ও এক বোনের মধ্যে দিব্য বড়। আমাদের বাড়িতে বেড়াতে এসে সামনে মধুমতি নদীতে গোসল করতে নামে। সে সাঁতার জানতো। যে কারণে পানিতে ডুবে সে নিখোঁজ রয়েছে।’

মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার সৈয়দ মোস্তাইন আলী বলেন, উপজেলায় ডুবুরি নেই। খুলনা থেকে ডুবুরি এলে তাদের নিয়ে আবার অভিযান চালানো হবে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।