জাতীয় পতাকা অবমাননায় এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:২১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

যশোরের কেশবপুর উপজেলায় বাথরুমের পাইপস্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করে পতাকার অবমাননা করায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাসুদ কামাল। তিনি স্থানীয় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা হাসপাতাল রোডে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ দণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি জাগো নিউজকে বলেন, মেসার্স ইসলাম ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বাথরুমের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা অবমাননা করায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ কামালকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটক ব্যক্তিকে গ্রেফতার করে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।