মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময় : আটক-৪


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে পুলিশের সঙ্গে মানবপাচারকারী ও জলদস্যুদের গুলি বিনিময় হয়েছে। গুলিবর্ষণ করে পালিয়ে  যাওয়ার সময় ৪ জনকে সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়ারকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানবপাচারকারী তাজিয়ারকাটার নেছার আহমদের ছেলে আবদুর রহিম (৩০), সিকদার মিয়ার ছেলে আবদুল মালেক (৩৫), আবদুস শুক্কুরের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও চিহ্নিত জলদস্যু আবদুস সত্তারের ছেলে শফি আলম (৩২)।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল ইসলাম জানান, মানবপাচারকারী ও জলদস্যুরা তাজিয়াকাটায় অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। প্রতিউত্তরে পুলিশও পাল্টা গুলি চালালে আপরাধীরা পিছু হটে পালিয়ে যাওয়ার সময় এ ৪ জনকে আটক করা হয়।

সায়ীদ আলমগীর/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।