পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা
পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে এক প্রতারক ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। তার নাম আফজাল হোসেন রঞ্জু (৪০)। শনিবার রাতে শহরের দক্ষিণ সেওতা এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জাগো নিউজকে জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে জেলায় লোক নিয়োগ করা হয়। যোগ্যতার ভিত্তিতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকেই কেবল চূড়ান্ত করা হয়েছে। উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত প্রার্থীদের বলা হয় চাকরির বিষয়ে কারো সঙ্গে কোনো লেনদেন না করতে ।
কিন্তু দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামের মৃত ইংরেজ খানের ছেলে আফজাল হোসেন রঞ্জু চাকরি দেয়ার কথা বলে তার এলাকার পুলিশ কনস্টেবল পদে চূড়ান্ত প্রার্থীদের কাছে টাকা দাবি করেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সুপার আরও জানান, রঞ্জু দীর্ঘ দিন ধরে এলাকার গরীব ও বেকার যুবকদের পুলিশ, ফায়ার সার্ভিস বিভাগ, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেয়ার প্রলেভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাত করে আসছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বি.এম খোরশেদ/এমজেড/আরআইপি