সন্ত্রাসী ও ভূমিদস্যুদের সঙ্গে আপোস নয়
![সন্ত্রাসী ও ভূমিদস্যুদের সঙ্গে আপোস নয়](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2016January/Narayanganj-Photo20160110104019.jpg)
মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও ভূমিদস্যুতারোধে সকলের সহযোগিতা কামনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যারাই আমরা নাম ভেঙ্গে সন্ত্রাসী ও ভূমিদস্যুতা করবে তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। তাদের সঙ্গে কোনো আপোস হবে না।
দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার দুপুরে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, যে বাড়িতে একটি ছেলে মাদকাসক্ত হয়ে যায় ওই বাড়িটি জাহান্নামে পরিণত হয়। বর্তমানে ভাল ভাল পরিবারের ছেলেরা মাদকাসক্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এই সব বিষয়ে নজর দিতে হবে। দেশের বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জে মাদক প্রবেশ করছে এই মাদক। সে সকল রোড়ে নিরাপত্তা জোরদার করতে হবে। যাতে করে মাদকদ্রব্য ঢুকতে না পারে।
কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের জেলা কমিটির সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি এম সাইফউল্লাহ বাদল প্রমুখ।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি