প্রেমিকের গায়েহলুদ, ঘরে লাশ মিললো স্কুলছাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলায় প্রেমিকের গায়েহলুদকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে উম্মে সালমা (১৪) নামের এক স্কুলছাত্রী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধূইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উম্মে সালমা ফাইতং ধূইল্যাছড়ি এলাকার হাফেজ আহমদের মেয়ে। সে ফাইতং মাস্টার আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেয়েটির বাবা-মা কাজে বাইরে যান। এসময় ঘরে মেয়েটি ছাড়া কেউ ছিলেন না। পরে কোনো এক সময়ে আত্মহত্যা করে সে। রাতে বাসায় ফিরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন বাবা-মা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর বাবা হাফেজ আহমদ বলেন, ‘বাড়িতে মেয়েকে একা রেখে বাজারে গিয়েছিলাম। বাড়িতে আমার স্ত্রী বা অন্য কেউ ছিল না। বাজার থেকে ফিরে মেয়েকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই।’

স্থানীয় ইউপি মেম্বার আহমদ মিয়া বলেন, ‘মেয়েটির সঙ্গে একই গ্রামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। ওই ছেলের গায়েহলুদ। প্রেমে ব্যর্থ হয়ে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কিশোরীর শয়নকক্ষ থেকে বেশ কয়েকটি প্রেমের চিঠি পাওয়া গেছে। তবে কেউ লিখিত অভিযোগ না করায় মেয়েটি প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছে কি না সে বিষয়ে সঠিক বলা যাচ্ছে না।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।