নকল-মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
জব্দ করা ওষুধ জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়

কুমিল্লার দাউদকান্দিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি মালিককে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন।

ইউএনও কামরুল ইসলাম খান জানান, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির খবরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই ফার্মেসিতে অভিযান চালানো হয়। জেএম মেডিসিন ও পপুলার নামের ওই দুই ফার্মেসিতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেএম মেডিসিন ফার্মেসির মালিক ভিপি জাহাঙ্গীর আলমকে দুই লাখ টাকা এবং পপুলার ফার্মেসির মালিক শেখ সাদিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ওষুধ জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবাল, দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহীদ আল-হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।